Title
হযরত দোয়াখাঁ সাহেব (রঃ) এর মাজার
Location
মাথিউরা দোয়াখাঁ, বিয়ানী বাজার, সিলেট।
Transportation
এখানে যাওয়ার রস্থা হল,উপজেলা হতে প্রথমে সিএনজি অথবা রিক্সার মাধ্যমে ইদগাহ বাজারে আসতে হবে, পরে সেখান হতে কানিগাং রাস্থা হয়ে ভিতর দিকে প্রায় পাঁচ মিনিট হেটে চলতে হবে,এর পর মাথিউরা দোয়াখাঁর প্রথম বাড়ীতে যার সামনে মজজিদ রয়েছে, সেই বাড়ীড় ভিতরে প্রবেশ করলেই কাঙ্কিত মাজার পাওয়া যাবে।
Details
এর মধ্যে নিদ্রায় আছেন সিলেটের নিজস্ব ইতিহাসের সাষ্কী তিনশত ষাট অউলিয়ার একজন হযরত দোয়াখাঁ সাহেব (রাঃ)।