মাথিউরা একটি প্রসিদ্ব গ্রাম, সিলেট জেলার মধ্যে সব বৃহৎ গ্রাম বলিয়া এর পরিচিতি রহিয়াছে, এই গ্রামে অনেক জ্ঞানী গুণী লোকের বাস। প্রথমিক অবস্থায় মাথিউরা ইউনিয়নটি বর্তমান তিলপারা ইউনিয়নের সহিত সংযুক্ত ছিল। পরবর্তীতে মাথিউরা গ্রামের জনসাধারনের দাবীর প্রেক্ষিতে প্রথম অবস্থায় ৭ নং উত্তর তিলপারা ইউনিয়ন হিসাবে সরকারী ভাবে ঘোষনা করা হয়। পরবর্তীতে আবারো মাথিউরা গ্রামের সচেতন জনসাধারণ মনে করেন যে, যেহেতু একটি গ্রাম নিয়া ইউনিয়ন গঠিত হইয়াছে তাই ইউনিয়নের নাম কেন উত্তর তিলপারা হবে। জনসাধারন আবার সরকারের কাছে তাদের গ্রামের ঐতিহ্যের কথা তুলেধরে ইউনিয়নের নাম মাথিউরা করার জন্য আবেদন করিলে সরকার জনসাধারনের যৌক্তিক দাবী মানিয়া নিয়া ইউনিয়নের নামকরন করেন মাথিউরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস